কালীগঞ্জ বারোবাজারে ১২ নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে রিমান্ডের আবেদন
সাগর বিশ্বাস,(কালিগঞ্জ) ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় সেই আলোচিত ঘাতক ট্রাক ডাইভার রনি গাজী (৩০) কে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বারোবাজার হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মেজবাহ উদ্দীন।
আরও পড়ুন >>>জিয়ার বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কর্মসূচি বিএনপি’র
গত শুক্রবার গভীর রাতে হাইওয়ে পুলিশের যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমীর নেতৃত্বে বারোবাজার হাইওয়ে থানার ইনচার্জ মেজবাহ উদ্দিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালক রনিকে আটক করে।
আরও পড়ুন >>>নড়াইলে “স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন” উদ্দ্যগে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন
আটক রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাঠি গ্রামের মশিয়ার গাজীর ছেলে।
ট্রাক চালক রনিকে আটকের পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের হাইওয়ে যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমী ঐদিন জানান, ভারতে পালিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে শুক্রবার গভীর রাতে যশোরের শার্শার পুটখালী সীমান্তে অভিযান চালানো হয়। সেখান থেকে ট্রাক চালক রনি গাজীকে আটক করে।
আরও পড়ুন >>>চট্টগ্রামের পটিয়ায় কাউন্সিলর প্রার্থীর ভাই গুলিতে নিহত
দূর্ঘটনার পরদিন ১১ ফেব্র“য়ারি রাতে বাস ও ট্রাকের চালককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ ওইদিন ঘাতক ট্রাকটিকে জব্দ করে বারোবাজার হাইওয়ে থানাতে নিয়ে আসে।
ওই মামলার তদন্তকারী অফিসার মেজবাহ উদ্দিন, ট্রাক ড্রাইভার রনির জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
সে দ্রুত ও বেপরোয়া গতিতে বালুভর্তি ট্রাকটি বাসের মাঝখানে ধাক্কা দিয়েছিল। এরপর সে তার ট্রাকটি বিপরিতমুখী ঘুরিয়ে কালীগঞ্জ মুন্দিয়া সংলগ্ন একটি কাচা সড়কে ট্রাকটি রেখে পালিয়ে যায় এবং দূর্ঘটনার সময়ে ট্রাকের জানালার গ্লাস ভেঙে তার বাম হাতের কনুইয়ের নিচে সামান্য কেটে যায়।
জিজ্ঞাসাবাদে সে তার বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেনি।
আরও পড়ুন >>>শিশুদের হাসি, ভালোবাসা দিয়ে আগলে রাখি
গত বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজার আলহাজ আমজাদ আলী ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৬ জন মাস্টার্সের শিক্ষার্থী ছিল। আসামী রনিকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন ৫ দিনের রিমান্ডের জন্য ঝিনাইদহ আমলী আদালতে আবেদন করেছেন