৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

কাশিয়ানীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসি সহ ৪০ জন আহত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২১
89
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জেলা প্রতিনিধি গোপালগ‌ঞ্জ : গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে সড়‌কের উপর ব্যাটারি চা‌লিত ইজিবাইক রাখা‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রামের অধিবাসীদের ম‌ধ্যে সংঘর্ষ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপু‌রে কা‌শিয়ানী উপ‌জেলার রাজপাট ইউনিয়‌নের চৌরঙ্গী এলাকায় রাজপাট ও বরইহাট গ্রা‌মবাসীর ম‌ধ্যে এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।

সংঘর্ষে বেশ ক‌য়েক‌টি ব্যবসা প্রতিষ্ঠা‌নে ভাঙচু‌র হয়েছে। এ ঘটনায় ২৩ জন‌কে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, সড়‌কের উপর ব্যাটারি চা‌লিত ইজিবাইক রাখা‌কে কেন্দ্র ক‌রে রাজপাট গ্রা‌মের বশার মু‌ন্সির (৫৫) সঙ্গে ইজিবাইক মা‌লিক বরইহাট গ্রা‌মের আরমা‌নের (৩০) কথা কাটাকা‌টি ও হাতাহা‌তির ঘটনা ঘ‌টে।

দুই গ্রামের বাসিন্দাদের ম‌ধ্যে এখবর ছ‌ড়িয়ে পড়‌লে বি‌কে‌লে উভয় গ্রা‌মের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে লিপ্ত হয়।

কাশিয়ানী অধিবাসীদের ম‌ধ্যে সংঘর্ষ
কাশিয়ানীতে দুই গ্রামবাসীর সংঘর্ষেে ওসিসহ ৪০ জন আহত

খবর পে‌য়ে তাৎক্ষণিক কা‌শিয়ানী থানা পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে চেষ্টা কর‌লে উভয় প‌ক্ষের ইট-পাট‌কে‌লের আঘা‌তে কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানসহ ১০ পু‌লিশ সদস্য ও অন্তত ৩০ গ্রামবাসী আহত হন।

আহত‌দের‌ কা‌শিয়ানী হাসপাতাল ও ফ‌রিদপুর মে‌ডিক্যাল ক‌লে‌জ হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রেন কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।

তিনি জা‌নান, সংঘর্ষের ঘটনায় পু‌লিশ ২৩ জনকে আটক ক‌রে‌ছে।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে এবং পু‌লি‌শের প‌ক্ষে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram