খুলনায় সহপাটির বেলচার আঘাতে এক কিশোরের মৃত্যু

কিশোরের বেলচার আঘাতে সহপাটির মৃত্যু
প্রতীকী ছবি

মামুন মোল্ল্যা, খুলনাঃ খুলনার দৌলতপুরে সহপাটির সাথে কথা কাটাকাটি জের ধরে বেলচার আঘাতে সায়েদ খান নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা দৌলতপুর মহেশ্বরপাশা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব দৌলতপুর মহেশ্বরপাশা এলাকার মো. নিরু খানের ছেলে ও নবম শ্রেণির ছাত্র ।

আরও পড়ুন>>>বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে বিএনপির নেতারা ভাষণ দিচ্ছেন:হাছান মাহমুদ

পুলিশ সুত্রে জানায়, ঘটনাস্থলের পাশে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে নিরবসহ কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ আরেক কিশোর সাদিদ তালুকদারের (১৪) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রথমে ধাক্কা ধাক্কি হয়। পরে রাগের মাথায় সহপাটি সাদিদ পড়ে থাকা একটি বেলচা দিয়ে নিরবের মাথায় এবং বুকে আঘাত করে। এতে নিরব মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে নিরবের বাবা নিরু আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরের বেলচার আঘাতে সহপাটির মৃত্যু
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ওই কিশোরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here