কৃষক অ্যাপ: নড়াইলে কৃষক অ্যাপের মাধ্যমে ধান ক্রয় প্রচারাভিযানের উদ্বোধন
নড়াইল প্রতিনিধি: চলতি আমন মওসুমে নড়াইলে কৃষক অ্যাপের মাধ্যমে সরকারি খাদ্য গুদামে ধান ক্রয় প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে। কৃষকের অনলাইন বন্ধু কৃষক অ্যাপ।
যা কৃষকের নায্যমূল্য প্রাপ্তীতে করেছে সহজ। কৃষক অ্যাপ ব্যবহার করে কৃষকরা ঘরে বসে তাদের পণ্য বিক্রী করতে পারবেন।
আজ মঙ্গলবার(৩ নভেম্বর) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
চত্বরে ধান ক্রয় প্রচারাভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো: ইয়ারুল ইসলাম।
আরো পড়ুন: পাইকগাছায় মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে প্রচারাভিযান অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ মনিরুল হাসান,
সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহিদুল বিশ্বাস,মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো: জিল্লুর রহমান।
এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষক মিজানুর রহমান।
আরো পড়ুন:পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে নভেম্বরের শেষ দিকে খুলে দেয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
বক্তারা বলেন, দালাল কিংবা ফড়িয়া বাদে কৃষকরা যাতে নিজেরাই সরাসরি সরকারি খাদ্য গুদামে
ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারেন সেজন্য খাদ্য বিভাগের পক্ষ থেকে অগ্রিম প্রচারাভিযান শুরু করা হয়েছে।এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকবে না। নতুন কৃষক নিবন্ধন করলেই তার ধান বিক্রয়ের আবেদন স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। নিবন্ধনকৃত পুরাতন কৃষকদের শুধুমাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মাইজপাড়া বাজারে কৃষকদের মাঝে কৃষক অ্যাপের মাধ্যমে ধান বিক্রয়ের নিয়ম-কানুন সংক্রান্ত প্রচারপত্র বিলি করেন।
আরো পড়ুন:
পাইকগাছায় মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
ফ্রান্সে রাসুলের (সঃ) অবমাননার প্রতিবাদে শার্শার গোগায় বিক্ষোভ মিছিল
কৃষক অ্যাপ / নড়াইল