নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত

জেলা প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়।
আরও পড়ুন >>>২৩ ফেব্রুয়ারি টাইগাররা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে ঘটনাস্থলে উভয়পক্ষের মধ্যে এখনো টান টান উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন >>>যশোরে ফুসলিয়ে ধর্ষণে কিশোরি সাত মাসের অন্তঃসত্ত্বা: লম্পট আটক
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা চলতে থাকে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন >>>বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে ও পুলিশের টহল জোরদার করা হয়েছে ।