বাগআঁচড়া ফেন্সিডিল সহ একাধিক মাদক মামলার আসামি খাদেম আটক
ইব্রাহীম হোসেন: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রবিবার সকালে সামটা গ্রামে আমবাগানের ভেতর থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক সম্রাট রফিকুল ইসলাম খাদেম(৩৫) কে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম শার্শা থানাধীন সামটা গ্রামের জেহের আলীর ছেলে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। এক বছর আগে তার আপন দুই ভাই ফারুক হোসেন ও আজিজুল মাদকসহ র্যাবের হাতে আটক হয়। আটকের সময় র্যাবের সাথে গুলি বিনিময় হয় সেখানে তারা নিহত হন।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, মাদক সম্রাট খাদেম কে আটক করার জন্য অনেক দিন ধরে সোর্স লাগানো ছিল। আজ তাকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ১০ দিন আগে মাদক মামলায় জেল থেকে জামিনে এসেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
এ দিকে এলাকার অনেকেই জানিয়েছেন খাদেম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী তার কোন জমাজমি ছিল না। বর্তমানে তার রয়েছে কোটি টাকার সম্পদ। গড়ে তুলেছেন আলিশান বাড়ি। এ ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রয়োজন বলে মনে করেছেন এলাকার সূধী সমাজ।