এম রুহুল আমীন, খুলনা ॥ ডুমুরিয়ায় গাঁজা গাছ সহ ১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ডুমুরিয়া থানার খর্ণিয়া এলাকায় টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বামুন্দিয়া গ্রাম থেকে মৃত সৃষ্টিধর বিশ্বাসের পুত্র মেঘনাথ বিশ্বাস (৫৮) কে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজস্ব ফুলকপি ক্ষেতের মধ্যে থেকে ১টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।
যার ওজন এক কেজি এবং লম্বা সাড়ে ৬ ফুট। গাঁজা গাছটি তিনি তার ক্ষেতে চাষ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এবার এ ব্যাপারে এসআই ইমদাদুল হক বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব।
