খুলনার ডুমুরিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস-২০২০ পালিত
খুলনা ব্যুরো ॥ খুলনার ডুমুরিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০ টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ রাশেদা সুলতানা, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মােছাঃ শাহানাজ বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ দীনমোহাম্মদ খোকা, চক্ষু চিকিৎসক ডাঃ শামীমা, ব্র্যাকের আঞ্চলিক ব্যাবস্হাপক (আই কেয়ার, খুলনা) মনির হোসেন মোল্লা প্রমুখ।