২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

খুলনার ডুমুরিয়ায় প্রতারক চক্রের দুই সদস্য আটক

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৩১, ২০২১
96
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
খুলনার ডুমুরিয়ায় দুই প্রতারক আটক
প্রতীকী ছবি | ছবি : খুলনার ডুমুরিয়ায় দুই প্রতারক আটক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় প্রতারক চক্রের দুই সদস্যকে ধরেছে স্থানীয় জনতা। বুধবার(৩১ মার্চ ) দুপুর ১ টার দিকে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ গিয়ে তাদেরকে আটক করে।

হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, খুলনার গল্লামারি এলাকার মৃত রফিক গাছির পুত্র সুমন গাছি (২২) ও একই এলাকার আব্দুস সোবহান এর পুত্র আলমগীর হোসেন (৩৫) দুজনই ইজিবাইক চালক।দীর্ঘদিন ধরে ডুমুরিয়া উপজেলার আশে পাশের এলাকায় মহিলাদের সাথে প্রতারনা করে আসছিল।

আরও পড়ুন>>>যশোরের মেয়র নৌকা প্রতীকের পলাশ

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে চুকনগর থেকে পাইকগাছায় যাওয়ার জন্য স্বপ্না সরকার নামের এক যাত্রী বাইকে উঠে। পথিমধ্যে আরো দুজন সদস্য একই বাইকে যাত্রী হিসাবে উঠে এবং তালা বাজারের কাছে গেলে বিভিন্ন ধরনের প্রতারনার ফাঁদ পেতে যাত্রীর কাছে থাকা সকল স্বর্ণের গহনা নিয়ে নেয়। সেই থেকে ভূক্তভোগী চুকনগর বাজারে প্রত্যেক দিন এসে ইজিবাইক ষ্ট্যান্ডে প্রতারকদের খুজতে থাকে।

আরও পড়ুন>>>খুলনার পাইকগাছা কপিলমুনিতে একই রাতে ৫ জায়গায় দুর্ধর্ষ চুরি!

আজ ৩১ মার্চ বুধবার প্রতারকদের দেখতে পেয়ে স্থানীয় লোকদের বললে উপস্থিত জনতা প্রতারক চক্রের দুজনকে ধরে ফেলে। পরবর্তীতে খর্ণিয়া হাইওয়ে থানাতে তাদেরকে আটক রাখা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি কার্যক্রম চলছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন মজুমদার।

আরও পড়ুন>>>সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram