খুলনার রূপসায় গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

খুলনা ব্যুরো॥
খুলনার রূপসায় গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ১০টার দিকে খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া।

ইনচার্জ জানান, তার নেতৃত্বে এস আই রাজিউল আমিন এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার  অভিযান পরিচালনা কালে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন সেনের বাজার পুরাতন বাসষ্ট্যান্ডে জনৈক খোকন বিশ্বাসের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে খুলনা সদরের ৫ নং মাছ ঘাট গ্রীন ল্যান্ড আবাসন মামুর আস্তানার বাসিন্দা শামছু মিস্ত্রির ছেলে মোঃ আলম শেখ (৪০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিভিন্ন থানায় মাদক আইনে ৪/৫ টি মামলা আছে বলেও জানায় পুলিশ। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এস আই রাজিউল আমিন বাদী হয়ে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here