খুলনায় কলেজের অধ্যক্ষকে প্রকাশ্যে কুপিয়ে জখম

অধ্যক্ষকে কুপিয়ে জখম
খুলনায় কলেজের অধ্যক্ষকে প্রকাশ্যে কুপিয়ে জখম

খুলনা  ‍ব্যুরো: খুলনায় তেরখাদা উপজেলার হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে কলেজ থেকে দূরে একটি রাস্তায় এই ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র দিয়ে আবদুল কাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুনঃ-এক পুলিশ কনস্টেবলের বিষপান করে আত্মহত্যা।

সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা কে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সকাল সাতটার দিকে কলেজের অদূরে একটি রাস্তায় হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তাকে কুপেয় জখম করা হয়েছে। এ ঘটনায় এখনও আটক করা যায়নি বলে জানান তেরখাদা থানার ওসি গোলাম মোস্তফা জানান।

ওসি আরো জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here