খুলনায় মাদকবিরোধী অভিযানে ৭ বিক্রেতা ও ৩ মাদকসেবী আটক
খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় ইয়াবা ও গাঁজাসহ ৭জন মাদক বিক্রেতা এবং মাদক সেবনের অপরাধে ৩জনসহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসব ঘটনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। তাদের নিকট থেকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন>>>কলারোয়ায় সন্ত্রাসীদের হাতুড়িতে পঙ্গত্ব জীবন যাপন করছে কাঠ ব্যবসায়ী সাগর
গ্রেফতারকৃতরা হল- নগরীর ৩৮ সুলতান আহেম্মদ রোডের হুমায়ুন কবির খানের ছেলে ইশান কবির খান জ্যোতি (৩৫), রূপসা বেঁড়িবাঁধ রোডের মোঃ বশির ভূইঁয়ার ছেলে লিমন ভূঁইয়া (১৭), বাগেরহাটের মোড়েলগঞ্জের পলেরহাটের লাল মোহাম্মদ লালু সরদারের ছেলে নগরীর ১২১ নির্জন আবাসিক এলাকার মোঃ টিপু সুলতান (২৪), ইকবাল নগরের ২৭ হাজী মেহের রোডের মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে মোঃ লিমন সোহাগ (২৩), সাতক্ষীরার শ্যামনগরের পূর্ব দুরমুজখালীর মৃত গনি গাজীর ছেলে মোঃ নুর আলম গাজী (৩০), পিরোজপুরের পারেরহাটের মোঃ রাজু শেখের ছেলে দৌলতপুরের পাবলা এলাকার বাসিন্দা মোঃ রাহাত শেখ (২৪) এবং যশোরের কেশবপুরের শরফাবাদ গ্রামের মৃত মোছাব্দী মাস্টারের ছেলে নগরীর মিয়াপাড়ার বাসিন্দা মোঃ আবুল কালাম আজাদ (২৯)।
আরও পড়ুন>>>এইচ টি ইমাম আর নেই চলে গেলেন ওপারে
এছাড়াও নগরীর ৫নং মাছঘাট এলাকার গ্রীণল্যান্ড আবাসনের সি ব্লকের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল হাই মোল্লা (৩৫), সেলিম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩০) এবং একই এলাকার মৃত চান সওদাগারের ছেলে আলম সওদাগার (৪৩) কে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।