খুলনার পাইকগাছায় অজ্ঞান করে লাখ টাকা লুট

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামে একই পরিবারের শিশু,মহিলা ও প্রতিবন্ধীসহ ৪ জনকে চেতনা নাশক স্প্রে নিক্ষেপ করে অজ্ঞান করে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে লুটেরা।
আরও পড়ুন>>>শ্রীলঙ্কায় মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ হয়নি: রাজাপক্ষে
বৃহস্পতিবার(১৮ মার্চ ) রাত ১০ টার পরে যেকোন সময় এ ঘটনাটি ঘটনানো হয়েছে।
পাইকগাছার উত্তর খড়িয়া গ্রামের মৃত ভরত মন্ডলের প্রতিবন্ধী ছেলে বিমল মন্ডল (৬৫), বিমল মন্ডলের ছেলে সুশান্ত মন্ডল (৪২), সুশান্ত মন্ডলের শিশু ছেলে রুদ্র মন্ডল (১১) ও সুশান্ত মন্ডলের স্ত্রী সুমতি মন্ডল (২৮)।
আরও পড়ুন>>>বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন
স্প্রে নিক্ষেপের পর সবাই অজ্ঞান হয়ে পড়লে তার ঘরের বাক্সের ভেতর নগদ এক লাখ টাকা নিয়ে চলে যায়।
রাত আনুমানিক ১ টার দিকে তাদের জ্ঞান ফিরলে প্রতিবেশিদের সংবাদ দিলে তারা অসুস্থদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। বিমল মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় ৫০ পিছ ইয়াবাসহ ১জন আটক
ওসি এজাজ শফী জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।