খুলনা পাইকগাছায় সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
বুধবার দিনগত রাত ৩ টার দিকে উপজেলার লতা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি গাছ কাটার অভিযোগে লতা ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ মামলার আসামীকে আদালতে প্রেরণ করে।
আরও পড়ুন:
অস্ত্র ও ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
লোহাগড়ায় অসহায় শীতার্তদের মাঝে ব্র্যাকের কম্বল বিতরণ
খুলনার কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ শহর আলী গাজীর স্মরণ সভা
পুলিশ সূত্রে জানাগেছে, ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন সরকারি আইন ও নীতিমালা উপেক্ষা করে কোন অনুমোদন না নিয়ে গত ১৬ ডিসেম্বর লতা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি জায়গা থেকে ৩টি গেওয়া সহ বিভিন্ন প্রজাতির আরো ৪/৫টি সরকারি গাছ কর্তন করে।
এ ঘটনায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লতিফা আক্তার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন ও ধলাই গ্রামের উত্তম কুমার রায়কে বিবাদী করে থানায় মামলা করে। যার নং- ১৪, তাং- ২৩/১২/২০২০ ইং।
বুধবার দিনগত রাত ৩ টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলকে আটক করে । পরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল জামিনে মুক্তি পয়েছে বলে জানাগেছে।