একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী বিজয় সরকারের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ
রিপন বিশ্বাস,(নড়াইল) কালিয়া: একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী চারণকবি বিজয় সরকারের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ( ৪ ডিসেম্বর ) ।
বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলােকগমন করেন কবিয়াল বিজয় সরকার । পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয় ।
কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন । বা'বা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী । বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন , মতান্তরে মেট্রিক পর্যন্ত । তার দুই স্ত্রী বীণাপানি ও প্রমােদা অধিকারীর কেউ বেঁচে নেই ।
তার দুই ছেলে কাজল অধিকারী , বাদল অধিকারী ও মেয়ে বুলবুলি অধিকারী ভারতে বসবাস করেন।
বিজয় একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। তার জীবনে ১৮০০ বেশি গানলিখেছেন।
আধ্যাত্মিক ও অসাম্প্রদায়িক চেতনার বিজয় সরকার গেয়েছেন
নবী নামের নৌকা গড় / আল্লাহ নামের পাল খাটাও / বিসমিল্লাহ বলিয়া মােমিন / কূলের তরী খুলে দাও .../আল্লাহ রসূল বল মােমিন / আল্লাহ রসূল বল / এবার দূরে ফেলে মায়ার বােঝা / সােজা পথে চল ...। এছাড়া পােষা পাখি উড়ে যাবে সজনী / ওরে একদিন ভাবি নাই মনে / সে আমারে ভুলবে কেমনে ...। ' ' নক্সী কাথার মাঠেরে / সাজুর ব্যাথায় আজো রে বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি ... কী সাপে কামড়াই'লাে আমারে / ওরে ও সাপুড়িয়ারে / আ ... জ্বলিয়া পুড়িয়া ম'লেম বি’ষে ...। ' ' তুমি জানাে নারে প্রিয় / তুমি মাের জীবনের সাধনা'সহ অসংখ্য গান লিখেছেন ।
করোনার কারণে বিজয় সরকারের মৃত্যুবার্ষিকীতে এ বছর কোনো কর্মসূচি পালিত হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা।
আরও পড়ুন:
নড়াইল কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
যেভাবে মূল্যায়ন করা হবে ২০২০ সালের এইচএসসির ফল
সুদের টাকার জন্য ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা