গৃহবধূকে চাকু ঠেকিয়ে জোর পূর্বক ধর্ষনের অভিযোগে মামলা
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৩, ২০২১
119
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
জেলা প্রতিনিধি যশোর : যশোরে পাশাপাশি বাড়ির সুযোগে সাবদার (৪৫) নামে এক লম্পট গৃহবধূ (৩৫)কে জোর পূর্বক ধর্ষন করে কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকী দেওয়ায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
লম্পট সাবদার যশোর সদর উজেলার মধু গ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা।
ধর্ষিতা গৃহবধূ মঙ্গলবার ২ ফেব্রুয়ারী রাতে কোতয়ালি মডেল থানায় লম্পটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন,পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে উক্ত লম্পট গৃহবধূর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো। সে গৃহবধূকে কু-প্রস্তাব দিতো।
গত ৩১ জানুয়ারী গৃহবধূ নিজ ঘরে অবস্থান করায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে নিশ্চিত হয়ে সাবদার সুকৌশলে গৃহবধূর ঘরে ঢুকে। পরে চাকু ঠেকিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষনের পর চাকু দিয়ে কাউকে জানালে হত্যার হুমকী দিয়ে চলে যায়।
পরবর্তীতে গৃহবধূর স্বামী ও ভাসুরসহ শশুর বাড়ির লোকজনকে জানালে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশ লম্পট ধর্ষককে এখনো গ্রেফতার করতে পারেনি।
গরম খবর