১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে ঘাতক ট্রাক কেড়ে নিলো দুই নারীর প্রাণ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ২৭, ২০২১
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ঝিকরগাছা প্রতিনিধি যশোর  : যশোরের ঝিকরগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ছুটিপুর মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী চেয়ারভানু (৬০) ও শ্রীচন্দ্রপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (৫০)।

আরও পড়ুন >>>৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঝিকরগাছা থানার এসআই মেজবাহউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ওই দুই নারী ভ্যানে করে মোহাম্মদপুর মোড়ে এসে নামেন। ভ্যানের ভাড়া দিয়ে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ইটভাটার একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে অপর নারী মারা যান।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান,
বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে দুই নারীকে মৃত অবস্থায় আনা হয়। পরে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশের এসআই আবুল হাসান জানান, দুই নারীর মৃতদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেছেন।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram