চন্দনপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে কায়বা সেমিফাইনালে

চন্দনপুরে ৮ দলীয় ফুটবল
চন্দনপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে কায়বা সেমিফাইনালে

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুরে মুজিববর্ষে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে কায়বা নাসিউদ্দীন ফুটবল একাদশ জয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার (২০নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে কায়বা ফুটবল একাদশ জয়ী হয়।

সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের গোলকিপার লালু। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মোশারফ হোসেন ও রুহুল আমিন।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন আয়োজক কমিটির সভাপতি ডালিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্য আলহাজ্ব রুস্তম আলী, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং’র দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই ইস্রফিল হোসেন, এএসআই রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, ব্যবসায়ী নাসির উদ্দীন, সাংবাদিক ফারুক হোসেন, ফারুক রাজসহ অসংখ্য ফুটবলপ্রেমী।

আগামী ২১ নভেম্বর শনিবার বিকালে একই মাঠে টুর্নামেন্টের প্রথম সেফিফাইনাল খেলায় যশোরের এমএফসি স্পোটিং ক্লাব কলারোয়া এমআর ফাউন্ডেশন ফুটবল একাদশ পরষ্পরের বিরুদ্ধে মাঠে নামবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here