কলারোয়ায় চাঁদা তোলা কেন্দ্র করে ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতি জখম
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ইজিবাইকে চাঁদা তোলাকে কেন্দ্র করে ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমান বাবলু (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে।
হাফিজুর রহমান বাবলু কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত খন্দকার আলী আকবারের ছেলে।
এঘটনায় তিনি শুক্রবার বিকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আহত হাফিজুর রহমান বাবলু জানান, উপজেলার গদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মুরাদ হোসেন জনি একজন চাঁদাবাজ,ছিনতাইকারী ও মাদকসেবী।
সে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া বাসষ্টান্ড ইজি বাইক মালিক-শ্রমিক সমিতির সামনের রাস্তায় একজন ইজিবাইক চালক তার গাড়ীতে এক প্যাসেঞ্জার নিয়ে আসে।
ঐ সময় মুরাদ হোসেন জনি ইজিবাইক চালকের কাছে ২০টাকা চাঁদা দাবি করে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে ঐ ইজিবাইক চালক ইজিবাইক সমিতির সভাপতি হাফিজুর রহমান বাবলু কাছে বিচার দাবী করেন।হাফিজুর তার কথা শুনে এগিয়ে এসে উভয় পক্ষের কাছে শুনে বুঝি তাদের মধ্যে মিলমিশ করতে গেলে ,জনি ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী কায়দায় ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ী ভাবে মারপিট শুরু করে। সে হত্যার উদ্দেশ্য হাতের কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে মাথা কেটে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনা উল্লেখ্য করে তিনি শুক্রবার বিকালে সন্ত্রাসী জনিকে আসামী করে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আরও পড়ুন:
১০ ডিসেম্বর দৃশ্যমান হবে সম্পূর্ণ পদ্মা সেতু
‘বাবু খাইছো’ নিয়ে এবার হিরো আলমের গান
এইচএসসি পাসে পুলিশে চাকরির সুযোগ
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি