চুয়াডাঙ্গার ২ আস‌নের এম‌পি টগর ক‌রোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার এম‌পি টগর ক‌রোনায় আক্রান্ত
আলী আজগার টগর এম‌ পি

জ‌নি আহমেদ, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ মহামা‌রির জ্বালা যেন আর শেষ হ‌চ্ছে না। যার অকাল মৃত্যু সারা দে‌শের মত চুয়াডাঙ্গা‌তেও ছুঁয়ে গে‌ছে অ‌বিরাম। সে কথাও যেন অ‌নেকটা ভু‌লেই গি‌য়ে‌ছিল চুয়াডাঙ্গার মানুষ।

কিন্তু মরণঘা‌তি ক‌রোনা আবারও ঘু‌রে দাঁ‌ড়ি‌য়ে‌ছে। প্রতি‌দিন সারা দে‌শে বাড়‌ছে সংক্রমণ। সেই অংশ হি‌সে‌বে হঠাৎ ক‌রেই চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন>>>খুলনায় সহপাটির বেলচার আঘাতে এক কিশোরের মৃত্যু

সোমবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব সাখাওয়াত হোসেন সুমন ব‌লেন, গত শুক্রবার তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চুয়াডাঙ্গার এম‌পি টগর ক‌রোনায় আক্রান্ত
তিনি আরও বলেন, সংসদ সদস্য আলী আজগার টগর এখন ঢাকার নিজ বাড়িতে আইসোলেসনে রয়েছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই ওষুধ খাচ্ছেন। তিনি সংসদ সদস্যের জন্য জেলাবাসীসহ সর্বস্ত‌রের মানু‌ষের কাছে দোয়া কামনা করে‌ছেন।
চুয়াডাঙ্গার এম‌পি টগর ক‌রোনায় আক্রান্ত
এ‌দি‌কে, গত ২৪ ঘণ্টায় সারা‌দে‌শে ৫৯৬ জন মানুষ ক‌রোনা শনা‌ক্ত হ‌য়ে‌ছে। ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ দাঁ‌ড়ি‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here