চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
জনি আহম্মেদ,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার সদর উপজেলায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে আহাদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ( ৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া বঙ্গজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আরওপড়ুন>>>আবেদনের ২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা
আহাদ হোসেন ওই গ্রামের কম্পিউটার ব্যবসায়ী আরিফ হোসেনের ছেলে। আহাদ দৌলতদিয়াড় ফজলুল উলুম ক্যাডেট স্কিম মাদরাসার লেখাপড়া করতো।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে প্রতিদিনের মত খেলা খেলতে দ্বিতীয়তলার ছাদে যায় আহাদ। সেখানে একাই খেলা খেলছিল। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। সেসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহসিন সাদিয়া জানান, শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।
চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।