জনগণ চায় সরকার উৎখাত হোক: রিজভী
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মে ৪, ২০২৪
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
Everything is going on in the country on the words of one man: Rizvi | ছবি :
ডেস্ক রিপোর্টঃ
বিএনপির সিনিয়র যুগ্ম সহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ চায় সরকার উৎখাত হোক।
তিনি বলেন, জনগণের সব অধিকার হরণ করে দস্যুর মতো ক্ষমতায় বসে আছে বর্তমান সরকার। শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আক্রমণ এলে প্রতিবাদ-প্রতিরোধ দুটোই একসঙ্গে চলবে। সুশাসন ন্যায়ের শাসনের জন্য সবশেষ প্রস্তুতি নিয়ে লড়াইয় করব।
রিজভী আরও বলেন, শেখ হাসিনার জন্য আলাদা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট খুলতে হবে। সেখানে শেখানো হবে ওনার গনতন্ত্র কি? প্রতিপক্ষকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার।
গরম খবর