জাবির ভর্তি পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি
ডেস্ক রিপোর্টঃ ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান।
তিনি বলেন, “আজ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় সময়সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।”
ডেপুটি রেজিস্ট্রার রেজা বলেন, “১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আগের বছরের মতো এ বছরও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বহাল থাকছে।”
ফেব্রুয়ারি মাসের ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।