জিয়া আছে ১৬ কোটি মানুষের হৃদয়ে:যশোরে বিএনপির সমাবেশে-অমিত

জেলা প্রতিনিধি যশোরঃ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, আর স্বাধীনতার মহান ঘোষক মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করবেন। তা হতে পারে না।
আরও পড়ুন >>>জিয়ার বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কর্মসূচি বিএনপি’র
এটি নিছক ছেলেখেলা ছাড়া আর কিছু নয়। জনগণ কোনদিনই তা মেনে নেবে না।
প্রতিবাদের প্রতিনিধিত্বকারী শাহজাহান খান শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কি বললো না বললো, তাতে কিছু যায় আসে না। কারণ ১৬ কোটি মানুষের হৃদয়ে গ্রথিত শহীদ জিয়াউর রহমানের নাম।
রোববার (১৪ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম
খেতাব বাতিলের সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন >>>কালীগঞ্জ বারোবাজারে ১২ নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে রিমান্ডের আবেদন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, লগি বৈঠার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়নি।
পৃথিবীর বুকে ৫টি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র বাহিনী, দেশের ছাত্র, কৃষক, যুবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেন।
মুক্তিযুদ্ধকালীন সব সেক্টরের বাহিনী প্রধানদের ওপারে থাকার সুযোগ থাকলেও তিনি তা করেননি। বরং মুক্তিকামী বাঙালিদের সাথে নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।
মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও ভারত সরকার দিয়ে গেছেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বাধীনতার ৫০ বছরের দ্বারপ্রান্তে এসে আজও এ দেশের জনগণ প্রতিনিয়ত জীবন-জীবিকার জন্যে লড়াই করছে। তারা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা, ভোটাধিকার আইনের শাসন, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত লড়াই করছে।
আর জনগণের দল বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সেই অধিকার প্রতিধ্বনির জন্যে লড়াই করে যাচ্ছে। যতদিন না সেই অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন তারা রাজপথ ছেড়ে যাবে না।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন প্রমুখ।