বেনাপোল প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি ২০২১ অনুমোদন দেওয়ার পর উপজেলা কমিটিকে অভিনন্দনের মাধ্যমে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার উপজেলা কমিটির সহ সভাপতি আব্দুল জলিল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার। এসময় আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সকল সদস্য।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য আলমগীর গনি, স্টিয়ারিং কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি সাজ্জাদুল কবীর, স্টিয়ারিং কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আলতাফ হোসেন এর একান্ত সচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আজিজুল হক, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।
মতবিনিময় ও পরিচিতি সভায় সাংবাদিকতার নানা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন – স্টিয়ারিং কমিটির সদস্য আলমগীর গনি, সাজ্জাদুল কবির, কামরুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, কামাল উদ্দিন বিশ্বাস, এস এম মারুফ।
মতবিনিময় ও পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদ্বীন বাবু, অর্থ বিষায়ক সম্পাদক শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, আইন বিষায়ক সম্পাদক শাহ আলম খান, প্রচার সম্পাদক বাবুল হোসেন, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য হাসানুজ্জামান হাসান-১, হাসানুজ্জামান হাসান-২, বায়েজীদ হুসাইন, ইমরান হোসেন, মেহেদী হাসান।
আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সকল সদস্য।
