খুলনার জেমকন দলের জয়ে যশোরে বিজয় মিছিল
স্টাফ রিপোর্টার, যশোর: বঙ্গবন্ধু টি-২০ কাপে খুলনার জেমকন দল চ্যাম্পিয়ন হওয়ায় যশোর বিজয় মিছিল বের হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, যুবমহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মিছিলটি করে। দড়াটানা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে।
মিছিলে অংশ নেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি জবেদ আলী, শ্রম ও কল্যাণ সম্পাদক সেলিম রেজা পান্নু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, সদস্য এস এম শহীদ, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল কবীর রিজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সাঈদ সরদার, এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের হল সভাপতি বিপ্লব দে শান্ত প্রমুখ।
আরও পড়ুন>>>
যশোর শিক্ষাবোর্ডে শেখ রাসেল ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ী বহরে হামলার ঘটনা স্থান দেখতে আসলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর
পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবীতে আসছে পরিবহন ধর্মঘট
বানারীপাড়ায় ওসি জিয়াউল আহসানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত