অস্ত্র ও ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
জয়পুরহাট,প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি ট্রাকসহ অন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
গতবুধবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মুন্দাইল এলাকা থেকে ডাকাত দলের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডাকাত দলের ছয় সদস্যকে জেল হাজতে প্রেরনকরা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন-
ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান (২৫)
গাইবান্ধার ক্ষুদ্র মাটি বাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই (৪০)
নিশিন্দারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল (৩৪)
তিলাস গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন (৪২)
এবং একই গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী (৩০)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম (৩৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে তারা ঘোরাঘুরি করত। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করত। আবার কখনও যাত্রীদের খুন করে লাশ সড়কে রেখে যেত। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ট্রাকসহ তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন:
মাতৃভূমি ও দেশের মানুষকে ভালোবেসে কর্তব্য পালন করতে হবে : প্রধানমন্ত্রী
মনিরামপুরে আহমদ শফী (রহ:) জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল