১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

টুকটাক ঝগড়া সম্পর্ককে আরও মধুর করে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৬, ২০২২
2858
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ঝগড়া সম্পর্ককে আরও মধুর করে
ফাইল ফটো | ছবি : ঝগড়া সম্পর্ককে আরও মধুর করে

লাইফস্টাইল ডেস্কঃ সম্পর্কে কোনো ঝগড়া থাকবে না, তাই আবার হয় নাকি! সঙ্গীর সঙ্গে মান-অভিমান টুকটাক ঝগড়া সম্পর্ককে আরও মধুর করে। তবে ঝগড়া যদি বাড়াবাড়ি রকমের হয়, আর বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন যা করবেনঃ

• সঙ্গীর পরিবারকে ছোট করে কখনোই কথা বলবেন না

• ঝগড়ার সময় আগের অন্য বিষয়গুলো টেনে আনবেন না

• নিজের ভুল স্বীকার করে নিন,পরে সময় ভালো হলে সঙ্গীকে বুঝিয়ে বলা যাবে।
• একই বিষয়ে বারবার ঝগড়া বাঁধাবেন না, প্রয়োজনে ছাড় দিন অথবা এড়িয়ে যান

• ঝগড়ার মধ্যে কথা বন্ধ করে অন্য কোথাও চলে যাবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে

• সম্পর্কে কোনো সমস্যা হলে তৃতীয় ব্যক্তিকে জড়াবেন না। নিজেরা আলোচনা করে
সমাধান বের করুন।

• শান্ত হয়েই আলোচনায় ফিরে আসুন। মনে রাখবেন, কথা অসম্পূর্ণ ছেড়ে দিলে হবে না।

• এত কিছুর পরও যদি ঝগড়া চলতেই থাকে, সঙ্গীকে বলুন আপনার সময় প্রয়োজন। এভাবে সম্পর্ক খারাপের দিকেই যাবে, কিছুটা বিরতি নিয়ে কথা বলতে পারলে ভালো। কিন্তু সেই বিরতিটা কত সময়ের? বিশেষজ্ঞরা বলেন, ৪০ মিনিট সময় লাগে মনকে শান্ত করতে। এজন্য ৪০ মিনিট সময় নিন, বাইরে ঘুরে আসুন বা অন্য ঘরে গিয়ে বিশ্রাম নিন। চিন্তা করে দেখুন এই ঝগড়ায় আসলে কিছু লাভ হচ্ছে? হচ্ছে না, বরং সম্পর্ক খারাপই হবে ।

 

 

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram