যশোরে ঝিকরগাছার আলিনা জুটমিলে আগুন
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২৫, ২০২০
60
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে ঝিকরগাছায় আলিনা জুটমিলে
আগুন | ছবি : ঝিকরগাছার-আলিনা-জুটমিলে-আগুন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার সাগরপুর এলাকায় অবস্থিত আলিনা জুট মিলসে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার(২৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে স্পিনিং মেশিনে আকস্মিক আগুন লাগে।
আগুনে কাঁচামাল, জুট ইয়ার্ন ও মেশিনারীজ ভস্মিভুত হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করা হয়েছে।
আলিনা জুট মিলস লিমিটেডের রপ্তানি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, শুক্রবার ভোরে মিলটিতে আকস্মিক আগুন লাগে। এতে মিলটিতে থাকা কাঁচামাল, পাটজাত পণ্য ও মেশিনারীজের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এক ঘন্টা ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মিলে আগুনে ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি। নিরুপনের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
আমিন জুয়েলার্সের ডাকাতি মামলার আসামী ডাকাত জুয়েল পিরোজপুরে গ্রেফতার
গরম খবর