ঝিকরগাছার কুমরী মাদ্রাসায় ছাত্র বলাৎকারে শিক্ষক আটক
শার্শা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ইয়াকুব আলীর (৩৫) বিরুদ্ধে ৯ বছর বয়সী শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এঘটনায় মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী ওই লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানাগেছে, শার্শা উপজেলার গোগা গ্রামের রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী ঝিকরগাছা উপজেলার কুমরী হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক, তিনি গত ২ জানুয়ারি দুপুরে মাদ্রাসার এক শিশু ছাত্রকে নিজের থাকার ঘরে ডেকে নেয়। পরে ৯ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি মঙ্গলবার তার পরিবারকে জানায়। এসময় শিশুটির অভিভাবক মাদ্রাসা পরিচালনা পর্ষদকে অবহিত করলে মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী লম্পট শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এ ব্যপারে কুমরী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারন সম্পাক আসাদুল ইসলাম ও ইউপি সদস্য বজলু রহমান এবং গ্রামবাসী বলেন, এই ঘটনা সত্য। তবে আপনারা এই বিষয়টি নিউজ করবেন না। নিউজ হলে আমাদের মাদ্রাসার দুর্নাম হবে। মাদ্রাসার অনুদান হয়তো বন্ধ হয়ে যেতে পারে।
এবিষয়ে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা বলেন, অপরাধী শিক্ষকের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।