২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

টাকার লোভে বউ বেচে দিলেন...

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ২৩, ২০২০
114
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
টাকার লোভে বউ বেচে দিলেন
| ছবি : টাকার লোভে বউ বেচে দিলেন

ডেস্ক রির্পোট: ভারতের নদিয়ারয় শান্তিপুরের নতুনহাটে প্রেম করে বিয়ে করা স্ত্রীকে টাকার জন্য বেচে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। বিক্রি হওয়া গৃহবধূর পরিবারের অভিযোগে ভারতীয় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

জানা গেছে, নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে ১৮ নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছু দিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়। তাদের অভিযোগ, পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে ছক কষে টাকার লোভে দীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয়।

টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে সে টুম্পার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ। টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের।

টুম্পার আত্মীয়দের বক্তব্য, শুক্রবার টুম্পাকে ছাড়াই বাড়ি ফেরেন দীপ। এর পরই শুরু হয় তার খোঁজ। শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতেও যান টুম্পার আত্মীয়রা। কিন্তু সেখানেও তার কোনও খোঁজ মেলেনি। এর পর শান্তিপুরে দীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

সূত্র  আনন্দবাজার পত্রিকা।

আরো পড়ুন:
রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ০৫ ডিসেম্বর
সরকারি কর্মকর্তাদের কানাডায় বেগমপাড়ার বাড়ির তালিকা চেয়েছে দুদক
ঘাস চাষ শিখতে বিদেশ সফর! 
আরও দুটি বিসিএসের প্রজ্ঞাপন আসছে
ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram