ভ্যাকসিন নেওয়ার পর ২১জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া

ডেক্স রিপোর্টঃ সারাদেশে এক যোগে টিকাদান কর্মসূচি রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল দশটায় উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।
আরও পড়ুন >>>করোনার টিকা নিয়েছেন পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন
গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী ৭ হাজার ৩০৩ জন।
এর মধ্যে টিকা নেওয়ার পর মাত্র ২১ জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।
রোববার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এম আই এস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন >>>আড়াই লাখ একর বনভূমি দেড় লাখ মানুষের দখলে
বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ৯ হাজার ৩১৪ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার এবং নারী ২ হাজার ২৯৩ জন।
ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৩৭২ জন, নারী ৩২১ জন।
চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন মোট ৬ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৪৪ জন, নারী ১ হাজার ৪৯৯ জন।
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন মোট ৩ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯ জন, নারী ৮৪৮ জন।
রংপুর বিভাগে টিকা নিয়েছেন মোট ২ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ২৭৮ জন, নারী ৬৩৪ জন।
খুলনা বিভাগে টিকা নিয়েছেন মোট ৩ হাজার ২৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৬৩ জন, নারী ৭৭০ জন।
বরিশাল বিভাগে টিকা নিয়েছেন মোট ১ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১২৩ জন, নারী ২৮৯ জন।
সিলেট বিভাগে টিকা নিয়েছেন মোট দুই হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৭৪৭ জন, নারী ৬৪১ জন।