ডেস্ক রিপোর্টঃ শরীয়তপুরের ডামুড্যায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে ডামুড্যা উপজেলার সিধলকুড়া ইউনিয়নের ফরাজিরটেক ব্রিজের নিচে পানিতে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় জানান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তার বয়স ৩০ বছরের মতো হবে।
আরও পড়ুন>>> বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
