সুন্দরবনে ডিবি পুলিশের অভিযানে নৌকা জাল কীটনাশক,মাছসহ ৯ জন গ্রেফতার
খুলনা ব্যুরো॥ সুন্দরবনে ডিবি পুলিশের বিশেষ অভিযানে নৌকা, জাল, কীটনাশক ও চিংড়ি সহ ৯ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে জেলার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া।
গ্রেফতারকৃতরা হলেন
মোঃ রিয়াদুল হাওলাদার (৪০), পিতা- মোঃ মালেক হাওলাদার, গ্রাম- খেজুরিয়া, থানা- দাকোপ, জেলা-খুলনা। মোঃ রফিক খান (৪৫), পিতা- মৃত আব্দুল মজিদ খান, গ্রাম-খুন্তাকাটা, থানা-রায়েন্দা, জেলা-বাগেরহাট।
মোঃ মহিদ হাওলাদার (১৮), পিতা- মোঃ কালাম হাওলাদার, গ্রাম-খেজুরিয়া।
মোঃ সাহিদুল্লাহ শেখ (২৮), পিতা-মোঃ আলী হাফেজ শেখ, গ্রাম-ঢাংমারি।
জাহাঙ্গীর হাওলাদার (৪৫), পিতা-মৃত মকবুল হাওলাদার, গ্রাম- বানিয়াশান্তা।
মোঃ ইছাক মোল্যা (৩৮), পিতা- মৃত শামছুর মোল্যা, গ্রাম- কালাবগি (উত্তরপাড়া)।
মোঃ শহিদুল হাওলাদার (৩৫), পিতা- মোঃ মালেক হাওলাদার, গ্রাম-খেজুরিয়া।
মোঃ রুবেল গাজী (২৫), পিতা-মোঃ আহম্মদ গাজী, গ্রাম-খেজুরিয়া। তারা সকলেই দাকোপ থানার বাসিন্দা।
মহিতোষ বাইন (৪০), পিতা- গোবিন্দ বাইন, গ্রাম-খেজুরিয়া।
ডিবি পুলিশের সূত্র জানায়,খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদের তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এস আই এমডি আসাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দাকোপ থানাধীন সুন্দরবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার রাত ১২টার দিকে শ্রীনগর অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোর অনুমান ৪.৪৫ টায় দাকোপ থানাধীন কালাবগি সুন্দরবন এলাকার ভদ্রা নদীর খালের মধ্যে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিঙ্গি নৌকা নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোট ৯জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ৪টি বিভিন্ন সাইজের কাঠের তৈরী ডিঙ্গি নৌকা, ২৯০০ ফুট মাছ ধরার জাল, মাছ মারার কীটনাশক (৪ বোতল) এবং২৫ কেজি চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এস আই এমডি আসাদুল ইসলাম বাদী হয়ে দাকোপ থানায় বন আইনে মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
একাডেমি মাঠে হঠাৎ বোলিং অনুশীলন মাশরাফির
নুরুল হক নুর ও জোনায়েদ সাকি’র নেতৃত্বে নতুন জোট আসছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন মামুনুল হক