ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি॥ খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার পাশে মৃতাবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে মুখে দাড়ি, মাথায় টুপি ও লাল গেঞ্জি পরিহিত আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের ওই ব্যাক্তি চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার পার্শ্ববর্তী কার্লভার্টের উপরে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল ১১টার দিকে একটি বাড়িতে গিয়ে ভিষণ ক্ষুধার্ত বলে খাবার চেয়ে খায়।
এসময় এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বাড়ি খুলনার বয়রাতে, তার আরও ৩টি ভাই আছে এবং সে সাতক্ষীরায় গিয়েছিল। তবে তার কথাবার্তা শুনে এলাকার লোকজন মস্তিষ্কবিকৃত ধারণা করে আর কিছু বলেনি। খাওয়া শেষ করে সে আবার সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর দুপুর ১টার দিকে তাকে ডাকাডাকি করলে সে সাড়া আর দেয়নি। এক পর্যায়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে ডুমুরিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, লাশের মাথার একপার্শ্বে ১০/১৫ দিন আগের দুটি সেলাইয়ের চিহ্ন ছাড়া আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে যদি কেউ লাশ গ্রহণ না করে তাহলে বে-ওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।
