ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজির আগমনে যশোর পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা
আবদুল্লাহ আল মামুন , যশোর: ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ও আর্চারি ক্লাবের সহ: সভাপতি জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার),পিপিএম(বার) মহোদয়ের যশোর বিমান বন্দরে আগমন উপলক্ষে পুলিশ সুপার যশোর মহোদয়ের ফুলের শুভেচ্ছাজ্ঞাপন।
আজ রবিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় নড়াইল জেলায় বাংলাদেশ পুলিশ কাবাডি ও আর্চারি ক্লাবের অনুশীলন সরেজমিনে পরিদর্শনের লক্ষে ঢাকা হতে বিমান যোগে যশোর বিমান বন্দরে অবস্থান করেন ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ও আর্চারি ক্লাবের সহঃ সভাপতি জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়।
এ সময় তাকে যশোর বিমান বন্দরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়।
এবছর পিছু ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে শৈত্য প্রবাহের
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি( অপারেশন্স্ এন্ড ক্রাইম ), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকতাগণ।
আরও পড়ুন>>>
যশোরের মণিরামপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
খুলনার চুকনগরে সড়ক দূর্ঘটনায় দুই ছেলেকে হারানো অসহায় পিতাকে ভ্যান উপহার
পিরোজপুরের কাউখালী বেদে পল্লী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
You really make it appear really easy with your presentation but I to
find this topic to be really one thing which
I believe I would by no means understand. It kind of feels too complex and extremely huge for me.
I am looking ahead for your subsequent submit, I'll attempt to get the cling of it!
I like this blog very much, Its a really nice position to read and obtain information..