তিন মাসের জন্য স্থগিত যশোর পৌরসভার নির্বাচন: হাইকোর্ট
জেলা প্রতিনিধি, যশোর: যশোর পৌরসভার নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তিনটি আলাদা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।
তিনি জানান, সীমানা নির্ধারন ও ভোটার তালিকা সংশোধন ইস্যুতে যশোরসহ দেশের তিনটি পৌরসভার নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
অন্য দুটি পৌরসভা হলো-মুন্সীগঞ্জের মীর কাদিম পৌরসভা ও জয়পুরহাটের কালাই পৌরসভা।
যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। এছাড়া চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা মুন্সীগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভার। তবে এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ খুব শিগগিরই আপিল করবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।