‘ভাবছি বসে’
কবি সালাম গফফার
ভাবছি বসে, বসে আমি
শুধু তোমার কথা!
চলে গেছ কোন সুদূরে
অচীন পুরে যেথা!
রাত্রি জেগে তোমায় ভাবি
কাব্য লিখি কত!
তুমি বিনা কাব্য কথা
কাঁদে অবিরত!
যখন তুমি খেলতে খেলা
সঙ্গী সাথি নিয়ে!
বসে বসে তোমায় শুধু
দেখতাম চেয়ে চেয়ে!
তুমি এখন অন্যের সাথী
আছো কত সুখে!
তুমি বিনা জীবনটা মোর
কাঁদে শুধু দুঃখে!
আরও পড়ুনঃ
আজ দেশের যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে
