ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ দেশব্যাপী ধর্ষণ ও নিপিড়ন বন্ধের এবং ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খুলনার চুকনগরে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় চুকনগর বাসষ্ট্যান্ডে এই মানববন্ধন করেছে তারএলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন সাদমান সাকিব, আদিত্য সেন শুভ, জিয়াদ হাসান, শাহরিয়ার ইমন, জেমিন ফারিন জুঁই, অর্পিতা রাহা তিষা, ফারহিন মৌ, সুমাইয়া আহম্মেদ, সাবিকুন্নাহার প্রমুখ।
