৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন ও দান বাক্সের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ৫, ২০২০
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শৈলকূপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাব্বুল হোসেন, হাসমত, লিটন হোসেন, এরশাদ হোসেন, বাবুল হোসেন, আতিয়ার রহমান, সাহেব আলী ও রেজাউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গ্রামের মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কয়েকমাস যাবত ওই গ্রামের বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে তাদের মধ্যে মসজিদের দান বক্স এর টাকা হিসাব-নিকাশ ও ভাগাভাগি নিয়ে আবারো উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সকালে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram