৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

দুবাইয়ে জুয়েলারির শোরুম উদ্বোধনে শাকিব খান, পূর্ণিমা ও আশরাফুল

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২০, ২০২৪
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
দুবাইয়ে জুয়েলারির শোরুম উদ্বোধনে শাকিব খান, পূর্ণিমা ও আশরাফুল
| ছবি : দুবাইয়ে জুয়েলারির শোরুম উদ্বোধনে শাকিব খান, পূর্ণিমা ও আশরাফুল

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়ার পর ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এখন দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি। এ অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা।

আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খানের পাশাপাশি সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও উপস্থিত থাকবেন। ইতোমধ্যে ভিডিও বার্তায় নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

দুবাইয়ের এনআরআই জুয়েলারি আয়োজিত এ অনুষ্ঠানটি কোটি টাকা ব্যয়ে হচ্ছে এবং এটি একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন বড় ধরনের আয়োজন হিসেবে প্রথম। এই আয়োজনে সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা শিল্পীও অংশ নেবেন।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কারণ প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে এনআরআই জুয়েলারি তাদের অবস্থান দর্শকদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এ আয়োজন করেছে।

এদিকে, মুম্বাইতে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিংও শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকেই শাকিব খান এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram