৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

দুর্ঘটনা রোধে চালকদের ‘ডোপ’ টেস্ট অতি প্রয়োজন : প্রধানমন্ত্রী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
অক্টোবর ২২, ২০২০
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেক্স রিপোর্ট: সড়ক দুর্ঘটনা রোধে চালকরা মাদকসেবন করে কি-না তা জানতে ডোপ টেস্ট করা অতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে— যারা গাড়ি চালাচ্ছে, তারা মাদকসেবন করে কি-না? তাদের ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষার করা  দরকার। প্রত্যেকটা চালকের এ পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য।

তিনি বলেন, আরেকটা প্রবণতা আছে আমাদের গাড়ির ড্রাইভারদের, ওভারটেকিং। একটা গাড়ি চলে গেছে এটাকে ওভারটেক করতেই হবে। তখন হুঁশ থাকে না, বেহুঁশ হয়ে ওভারটেক করতে গিয়ে অ্যাকসিডেন্ট করে। এই প্রবণতাটাও বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ড্রাইভারদের ভালোভাবে ট্রেনিং দেয়া, টাকা দিয়ে যেন কেউ ড্রাইভিং লাইসেন্স নিতে না পারে সেদিকটা খেযাল রাখতে হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram