দেশে করোনায় ফের বেড়েছে শনাক্ত ও মৃত্যু

দেশে করোনায় ফের বেড়েছে শনাক্ত ও মৃত্যু
ছবি- সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>>>কত টাকা দিলে কত পেনশন পাবেন গ্রাহক

এর আগে গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫শ এর নিচে নেমেছে। তার সঙ্গে নেমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জনের।

এদিকে করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৭৮৯ জন। এ সময়ে মারা গেছে ১০ হাজার ৫৫৬ জন। আর, নতুন করে সুস্থ হয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৩৭৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here