১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ভারতে দীর্ঘ কারাভোগের পর সিলেটের শেওলা দিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ৩, ২০২১
105
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
মোঃইবাদুর রহমান জাকির, সিলেটঃ ভারতের বিভিন্ন জেলে দীর্ঘদিন সাজা ভোগ করে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বুধবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্থল বন্দর স্টেশন দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
দেশে ফেরত বাংলাদেশিরা হলেন, মো. সাদ্দার আলী, পিটু মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মো. বাড্ডু মিয়া,
সনজিত চন্দ্র দাশ, মো. হাছান বিশ্বাস। তারা সবাই বিভিন্ন জেলার বাসিন্দা। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেন এ ছয় বাংলাদেশি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা যায়, বিজিবি-বিএসএফের সমন্বয়ের মাধ্যমে আসামের গোয়াহাটি বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতা এবং ভারতে আসাম রাজ্যের একান্ত সহযোগিতায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
দেশে প্রবেশের আগে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
৬ নাগরিকের শরীরে করোনা উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এ সময় বিজিবি-৫২ ব্যাটালিয়নের বড়গ্রাম কোম্পানি কমান্ডার, বিয়ানীবাজার থানা পুলিশসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram