দেশে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৫, ২০২১
90
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : দেশে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত আজ মঙ্গলবার রাতে নিয়েছে সমিতির কার্যনির্বাহী কমিটি। এটি কার্যকর হবে বুধবার (৬ জানুয়ারি) থেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। ফলে কাল থেকে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে।
এর আগে ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।
বুধবার থেকে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণে অলংকার কিনতে ৭৪ হাজার ৬৫০ টাকা লাগবে। আর ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা লাগবে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি ৫২ হাজার ৪৩০ টাকায় পাওয়া যাবে।
উল্লেখ্য, রুপার দাম বাড়ানো হয়নি।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন
গরম খবর