নগ্ন ভিডিও’র ভয় দেখিয়ে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে দেবর আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় প্রতারক এক দেবরের বিরুদ্ধে নগ্ন ভিডিও’র ভয় দেখিয়ে ভাইয়ের স্ত্রীকে ধর্ষন ও দুই লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের নীলকোমল মন্ডলের স্ত্রী সন্ধ্যা মন্ডল বাদী হয়ে থানায় মামলা করেছে।পুলিশ দেবর সরীরণ মন্ডলকে আটক করেছে।
আরও পড়ুন>>>নড়াইলের কালিয়ায় অধ্যক্ষ শ্রীমতি তাপসি কাপুড়িয়ার পিএইচডি ডিগ্রি অর্জন
মামলা সূত্রে জানাগেছে, নীলকোমল মন্ডল কর্মসূত্রে ডুমুরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় একটি মুরগীর ফার্মে কাজ করত। মাঝে মধ্যে সে বিশেষ প্রয়োজনে বাড়ীতে আসতো, তাছাড়া সব সময় সে ফার্মেই থাকতো।
আরও পড়ুন>>>বেনাপোলে একাধিক মাদক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নাজমুল গ্রেফতার
তার অনুপস্থিতির সুযোগে তার গোত্রীয় সম্পর্কিত ভাই সমীরণ মন্ডল স্ত্রী সন্ধ্যা মন্ডলের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে। ঘনিষ্ঠতার এক পর্যায়ে সে ২০২০ সালের ৪ মে সন্ধ্যা মন্ডলের গোসলের নগ্ন দৃশ্য ভিডিও করে। ধারণকরা ভিডিও’র ভয় দেখিয়ে এবং মুছে ফেলার প্রতিশ্রুত দিয়ে সন্ধ্যা মন্ডলকে একাধিকবার ধর্ষণ করে। ১৫/০১/২০২১ইং তারিখে সমাজ, সংসার ও জীবন থেকে মুক্তি পেতে সমীরণকে অনুরোধ করলে সমীরণ সন্ধ্যার নিকট ২ লাখ টাকার চাঁদা দাবী করে।
আরও পড়ুন>>>কলারোয়ায় সন্ত্রাসীদের হাতুড়িতে পঙ্গত্ব জীবন যাপন করছে কাঠ ব্যবসায়ী সাগর
বিষয়টি জানাজানি হলে স্বামী, শ্বশুর সন্ধ্যাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় সন্ধ্যা মন্ডল বাদী হয়ে নিবাস মন্ডলের ছেলে সমীরণকে আসামী করে পাইকগাছা থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। যার নং- ৩, তাং- ০৩/০৩/২০২১ ইং।
এ মামলার আসামী প্রতারক সমীরণকে আটক করা হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।