নড়াইলের পল্লীতে ইয়াবাসহ যুবক আটক

মোঃ শিপন মোল্লা

রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বল্লাহাটি মোড় থেকে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকালে ১৫ পিচ ইয়াবাসহ মোঃ শিপন মোল্লা (২৫) নামে যুবককে আটক করা হয়।

আটককৃত হলেন থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামের ইউছুপ মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নেতৃত্বে এসআই মোঃ জয়নাল আবেদিন ও এএসআই মোঃ আমিনুর ইসলামসহ সঙ্গীয়ফোর্স পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি মোড় নামক এলাকা থেকে সকাল সাড়ে ৭ টায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে বল্লাহাটি গ্রামের মাদক ব্যাবসায়ী যুবক মোঃ শিপন(২৫)কে আটক করে। এসময় তার কাছে থাকা ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন>>>যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন স্যারের নির্দেশনায় নড়াগাতি থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবাসহ আসামীকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here