নড়াইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ধাওয়া পাল্টা ধাওয়া

রিপন বিশ্বাস, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ার নড়াগাতীতে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে ছিল পুলিশ।
 বৃহস্পতিবার( ০১ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৩ টায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়বাদী দল  বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থানার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা লাঠি সহকারে মিছিল নিয়ে নড়াগাতী আওয়ামীলীগ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তর্ক-বির্তক থেকে সংঘর্ষে রূপ নেয়।
ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে  নড়াগাতী থানা পুলিশের কঠোর ভূমিকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ সময় বিএনপি নেতাদের তীব্র সমালোচনা ও প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।
অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ সম্পাদক ফুরকান মোল্যা, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নড়াগাতী থানা যুবলীগের সদস্য সেলিম শিকদার, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রশিদ রুপম, সাবেক সভাপতি জুলফিকার আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল আলম উজ্জল, নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ নাসিম শেখ,সাবেক থানা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম, সহ অরো অনেক নেতাকর্মী  ।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) পুলিশ কঠোর অবস্থানে থেকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক আছে, কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here