নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট-চ্যাম্পিয়ন মহাজন একাদশ
রিপন বিশ্বাস, (নড়াইল) কালিয়া: মুজিববর্ষ উপলক্ষে নড়াইলের মাউলিতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় মহা'জন বাজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে ।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের মাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্রদূত যুব সংঘের আয়ােজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টি অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন মহাজন একাদশ
উক্তখেলাটি নির্ধারিত সময়ে গােল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে মহাজ'ন বাজার ফুটবল একাদশ ৪-৩ গােলে কুমড়ী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
সন্ধ্যায় খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ এবং রানার্স আপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার বিতরণ করা হয় ।
এ সময় সাবেক মাউলি ইউপি চেয়ারম্যান মােঃ জংগু , নড়াগাতি থানার ওসি তদন্ত প্রবীর বিশ্বাস , ইউপি সদস্য মােঃ মাকসুদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
দুই দলে ৮ জন বিদেশী নাইজেরিয়ান খেলােয়াড়সহ দেশের বিভিন্ন এলাকার নামী খেলােয়াড়দের খেলা দেখতে কয়েক হাজার ফুটবলপ্রেমি দর্শক মাঠে উপস্থিত ছিলেন ।
আরওপড়ুন:
সাংবাদিকের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের নিন্দা
‘বাঘারপাড়ায় বোমা-সন্ত্রাস শুরু করেছে নৌকার প্রার্থী’
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার অ্যান্টিজেন পরীক্ষা