নড়াইলের কালিয়ায় বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত
প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৬, ২০২১
103
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
রিপন বিশ্বাস ,(নড়াইল ) কালিয়া প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় হিন্দু বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়। এবছর মহামারী ভাইরাসের প্রাদুর্ভাবে এ পূজা স্বল্প পরিসরে আয়োজন করা হয়।
মঙ্গলবার(১৬ই ফেব্রুয়ারি) জেলার সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে সরস্বতী পূজা উদযাপিত হয় ।
সরস্বতী পূজা উপলক্ষে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন জুড়ে মােটামুটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ।
এবছর করােনা ভাইরাসের কারণে সরস্বতী পূজা পালনে তেমন আয়ােজন করা সম্ভব হয় নি।
দেবী সরস্বতী সত্য , সুন্দরের প্রতিক | বিদ্যা , বাণী ও সুরের অধিকারী । সাদা রাজহংসে চড়ে তিনি এ পৃথিবীতে আসেন ।
হিন্দু বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজার আয়ােজন করা হলেও এ বছর মহামারী করােনার কারণে সীমিত আকারে জাঁকজমকের সাথে সরস্বতী পূজা পালিত হচ্ছে। তবুও পুরুলিয়া , কালিয়া , কলাবাড়িয়া , বাঐসোনা , জয়নগর, পহরডাঙ্গা সহ বিভিন্ন ইউনিয়নে সরস্বতী পূজার আয়ােজন করা হয়েছে সীমিত পরিসরে বিভিন্ন জায়গায় সরস্বতী পূজা পালিত হচ্ছে ।
আরও পড়ুন >>>পিরোজপুরের কাউখালীতে মুজিববর্ষ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ লাইব্রেরীর যাত্রা শুরু
সরস্বতী পূজা উপলক্ষে নড়াগাতী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়নে চেয়ারম্যান শাহ্ মোঃ ফোরকান মোল্লা ও খাল-যোগানিয়া সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি বিপ্লব বিশ্বাস হিন্দু ধর্মালবীদের শুভেচ্ছা জানিয়েছেন ।
গরম খবর